এখন পড়ছেন
হোম > রাজ্য > অবৈধ বালি খাদান রুখতে মরিয়া রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ পদক্ষেপ ভূমি দপ্তরের স্পেশাল টিমের

অবৈধ বালি খাদান রুখতে মরিয়া রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ পদক্ষেপ ভূমি দপ্তরের স্পেশাল টিমের

অবশেষে কাজে দিল মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। এবার অবৈধ বালি খাদানের বিরুদ্ধে স্পেশাল টিম তৈরি করে বালিঘাটে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য, গত 29 নভেম্বর দুই বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দুর্গাপুরের এক বৈঠকে এই অবৈধ বালি ঘাট থেকে বালিতোলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আর সাথে সাথেই এই বালি পাচার বন্ধ করতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। এমনকি এই বালি পাচার বন্ধ না করে যদি এই কাজে কোনো থানার পুলিশ অফিসাররা মদত দেন সেক্ষেত্রে তাদের বদলি করারও হুঁশিয়ারি দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর মুখ্যমন্ত্রীর এহেন হুঁশিয়ারি পরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

সূত্রের খবর, এবার থেকে রোজ দুটি শিফটে মোট 15 ঘণ্টা করে জেলার বালিঘাটগুলিতে অভিযান চালানোর জন্য পাঁচটি স্পেশাল টিম তৈরি করে দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানা গেছে, ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক 1, 2 ও 3 এবং সিনিয়র রেভিনিউ অফিসার 2 এর নেতৃত্বে এই পাঁচটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে। সকাল 7 টা থেকে দুপুর দেড়টা এবং দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এই বালিঘাটে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু এই স্পেশাল টিম নয়, অবৈধ বালি ঘাটের বিরুদ্ধে অভিযানে নামতে মহকুমা শাসকদেরও নির্দেশ দেওয়ার কথা শোনা যাচ্ছে।

এদিকে ইতিমধ্যেই এই অবৈধ বালি খাদানে অভিযান চালিয়ে কেতুগ্রাম 2 ব্লকের নবগ্রামের সেনপাড়া এবং মঙ্গলকোটের মাঝিগ্রাম পঞ্চায়েতের বকুলিয়ায় দুটি বেআইনি ঘাটের বিরুদ্ধে এফআইআরও করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে এই জেলায় মোট 306 টি বালিঘাট রয়েছে।

আর প্রশাসনের চিহ্নিত করা এই বালিঘাটগুলি ছাড়াও এই জেলায় এমন অনেক বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। যার ফলে রাজস্ব যেমন মার খাচ্ছে তেমনি বাড়ছে রাজনৈতিক হানাহানিও। আর তাই এই অবৈধ বালি খাদান বন্ধ করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এবার এই ব্যাপারে পদক্ষেপ নিল জেলা প্রশাসন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বলেন, “আমরা মোট পাঁচটি স্পেশাল টিম করেছি। প্রতিদিন দুটি করে টিম দুটি শিফটে অভিযান চালাবে। অবৈধ বালি ঘাট নিয়ে আমাদের অফিসে কোনোরূপ তথ্য আসলে সেই টিম এলাকায় গিয়ে ব্যবস্থা নেবে। আমিও কখনও কখনও এই অভিযানে শামিল হবো।” সব মিলিয়ে এবার বালি খাদান রুখতে জেলা প্রশাসনের উদ্যোগ ঠিক কতটা কাজে দেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!