এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার ‘অসুস্থতার কারণে ছুটিতে’ যাচ্ছেন শুভ্রাংশু রায়, বাড়ল জল্পনা

এবার ‘অসুস্থতার কারণে ছুটিতে’ যাচ্ছেন শুভ্রাংশু রায়, বাড়ল জল্পনা


রানী রাসমণি রোডের তৃণমূল যুব কংগ্রেসের সভামঞ্চে উপস্থিতি দেখাতে পরেননি ‘অসুস্থতার’ কারণে, যা নিয়ে কম জলঘোলা হয় নি। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তো বলেই দিয়েছেন সবটাই বাপ-বেটার গটআপ গেম। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া শুধু নাকি সময়ের অপেক্ষা। আর তারপরেও বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতেই ‘অসুস্থ’ শরীরে হাজিরা দেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। কিন্তু সেদিনই সংবাদমাধ্যমের সামনে উগরে দেন একরাশ অভিমান, জানান কিভাবে সবাই এড়িয়ে যাচ্ছে, চেনা মুখ গুলোও কেমন অচেনা হয়ে যাচ্ছে!
আর তারপরেই দুদিন না যেতেই এবার অসুস্থতার কারণে বিধানসভার চলতি অধিবেশন থেকে ‘ছুটি’র আবেদন করলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। যা তিনি চিঠি দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষকে জানিয়েছেন। আর এই খবর সামনে আসতেই তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সত্যি সত্যিই কি অসুস্থ শুভ্রাংশু রায়? নাকি দলের তাঁকে এড়িয়ে যাওয়া মেনে নিতে না পেরে ‘ছুটিতে’ যাচ্ছেন তিনি? নাকি দলই তাঁর ‘ছুটির’ ব্যবস্থা করল? উঠছে হাজারো প্রশ্ন, উত্তর মিলতে হয়তো এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!