এখন পড়ছেন
হোম > জাতীয় > ছুটিতে যাওয়ার নির্দেশিকা’ কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন আলোক ভার্মা

ছুটিতে যাওয়ার নির্দেশিকা’ কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন আলোক ভার্মা

সিবিআই বনাম সিবিআই এর লড়াই টা গড়ালো সুপ্রিম কোর্ট অবধি।সরকারের হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে মনে করা হলেও বাস্তবে হলো তার উল্টোটা। সরকারের হস্তক্ষেপের পরই আরও প্রকাশ্যে আসছে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার অভ্যন্তরীণ রাজনীতি।এবার ছুটিতে যাওয়ার নির্দেশিকা পাওয়ার পর সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন সিবিআই ডিরেক্টর অলক ভার্মা।

মঙ্গলবার মধ্যরাতে সরকার একটি নির্দেশিকা জারি করে অলক ভার্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাশাপাশি আরও অনেক আধিকারিকদেরকে বদলির নির্দেশ দেন। নাগেশ্বর রাওকে অস্থায়ীভাবে কার্যভার সামলানোর দায়িত্ব দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আলোক ভার্মা। তার আইনজীবীদের মতে এই দাবি অনৈতিক’ এতে বেশকিছু তদন্তের ক্ষতি হবে আর তাছাড়া ও ভার্মার কার্যকাল আর মাত্র দু মাস তাই এই মুহূর্তে তাকে আইনি পথে অপসারণ করা সম্ভব নয়। ভার্মার আইনজীবী অভিযোগ করেন,”কিছু কিছু তদন্তের গতি প্রকৃতি এমন দিকে যাচ্ছিল যাতে বিপদে পড়তে পারে সরকার। আর তাই দেশের সর্বোচ্চ স্ব-শাসিত সংস্থার হস্তক্ষেপ করছে কেন্দ্র।”তিনি আরো অভিযোগ করেন”মাঝে মাঝে কেন্দ্রে নির্বাচিত সরকার সরাসরি কোনো নির্দেশ দেয় না সিবিআইকে কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি করে যার ফলে তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য হয় সিবিআই আর এঈ পরিস্থিতির মোকাবেলা করা খুব একটা সহজ হয় না।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিরোধীদের দাবি এই অভিযোগের প্রমাণ করে সরকারের নির্দেশ মত কাজ না করার ফলে বরখাস্ত হলেন আলোক ভার্মা।কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এর আগে অভিযোগ করেছিলেন রাফালে নিয়ে তদন্ত শুরু করার ফলেই সত্যে হয়েছে ভার্মাকে। প্রসঙ্গত উল্লেখ্য,রাফালে নিয়ে সিবিআই এর আগে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন যশবন্ত সিনহা অরুণ শৌরি এবং প্রশান্ত ভূষণ। এ মাসের শুরুতে অলক ভার্মা তাদের সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেন বিরোধীরা। নবনিযুক্ত অস্থায়ী ডিরেকটর নাগেশ্বর রাও জানান সমস্ত স্পর্শকাতর মামলা তিনি নিজে খতিয়ে দেখবেন। কিন্তু এই মুহূর্তে অলক ভার্মাকে সরানোর ফলে বিরোধীদের তোপের মুখে পড়ে সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!