এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > শুভেন্দুর হাত ধরে তৃণমূলের সংগঠনের শীর্ষ দ্রুত উঠে আসছেন একঝাঁক নতুন মুখ, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

শুভেন্দুর হাত ধরে তৃণমূলের সংগঠনের শীর্ষ দ্রুত উঠে আসছেন একঝাঁক নতুন মুখ, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

একদা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় ঘাসফুল ফোটানোর জন্য তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে তৃনমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর মুর্শিদাবাদ জেলার দায়িত্ব পেয়েই একের পর এক নির্বাচনে সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিরোধীদের বিরুদ্ধে প্রবল লড়াই দিয়েছে তৃণমূল। আর এবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভিতকে আরও শক্তিশালী করতে নয়া ব্রিগেড তৈরি করছে রাজ্যের শাসকদল। আর এই ব্রিগেডের সমস্ত নেতারা টিম শুভেন্দু হিসেবেই এখন পরিচিতি লাভ করতে শুরু করেছেন।

জানা গেছে, বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটের ময়দানকে পর্যবেক্ষণ করতেই তৃণমূলের এই ব্রিগেড তৈরি করা হয়েছে। জেলা তৃণমূলের অনেকেই বলছেন, একদা এই জেলায় তৃণমূলের কিছুই ছিল না। কিন্তু এবারের নির্বাচন প্রমাণ করে দিয়েছে একমাত্র তৃনমূলেই একঝাঁক নতুন প্রজন্ম রয়েছে। তৃনমূলের একাংশের দাবি, অতীতে যে কোনো নির্বাচনেই বহরমপুরের হেভিওয়েট কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মুখোমুখি হতে সাহস দেখাত না অনেকেই। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে যখন এখানকার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ময়দানে দাপিয়ে বেড়াতে দেখা গেছে, ঠিক তখনই সেই অধীরবাবু্র চোখে চোখ রেখে আওয়াজ তুলতেও দেখা গেছে তৃণমূল কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে আটাকানোই নয়, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের যুব ব্রিগেড দাপিয়ে বেড়িয়েছে বলে দাবি শাসকদলের। কিন্তু কে কে রয়েছে এই ব্রিগেডে? জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই ব্রিগেডটি তৈরি করেছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ব্রিগেডে রয়েছেন বহরমপুর শহরের অরিত মজুমদার, নাড়ুগোপাল মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সদস্য রাজীব হোসেন, শাহনাজ বেগম, আনারুল ইসলাম অশেষ ঘোষ, মুহাম্মদ এনায়েতুল্লা, মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, গৌতম রায়, পার্থ প্রতিম সরকার, আজহার উদ্দিন, রেজাউল শেখ, বনতোষ ঘোষ, সূতির ইমানী বিশ্বাস, শাহআলম সহ অন্যান্যরা।

আর এই নয়া ব্রিগেডই এবারের ভোটে তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে। এদিন তৃনমূলের জঙ্গিপুরের মহাকুমা সভাপতি বিকাশ নন্দ বলেন, “আর কয়েক বছর পর থেকেই আমাদের মূলস্তরের রাজনীতি থেকে সরতে হবে। এই অবস্থায় জেলার মাটিতে আমরা পরের প্রজন্ম তৈরি করে দিয়েছি। আপদ বিপদে তারাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ছাত্র সংগঠনের মধ্যে দিয়ে আমরা আগামী জেনারেশন তৈরীর কাজ করছি।”

অন্যদিকে এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার সহ-সভাপতি অশোক দাস বলেন, “একসময় প্রচার করা হত যে এই জেলায় ঘাসফুল ফুটবে না। কিন্তু এবার নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এই জেলায় এবার তিনে তিন হবে।” সব মিলিয়ে এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যুবকদের নিয়ে নতুন ব্রিগেড করে মুর্শিদাবাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী ঘাসফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!