এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > শুভেন্দু গড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে, জোর শোরগোল রাজ্যে

শুভেন্দু গড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে, জোর শোরগোল রাজ্যে


পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতা তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় আর সেখানে এদিন তৃণমূলের পার্টিই অফিসে আগুন লাগার ঘটনা ঘটলো। যা ঘিরে জোর শোরগোল পরে গেছে রাজ্যে।

জানা যাচ্ছে যে, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের গোবরা গ্রাম পঞ্চায়েতের আকনা গ্রামের এলাকায় তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে বললেও তৃণমূলের দাবি তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। জানা যাচ্ছে আগুন লাগার খবর পেয়ে তৃণমূল কর্মীরা সেখানে আসেন ও তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার ফলে পার্টি অফিসে থাকা বেশ কিছু দরকারি কাগজপত্র, দলের পতাকা, ব্যানার পুড়ে গেলেও আগুন সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার ফলে তা বেশিদূর ছড়াতে পারেনি। এই নিয়ে থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আগুন লাগা নিয়ে জোর তরজা শুরু হয়েছে বিজেপি তৃণমূলে। তৃণমূলের দাবি হিংসার রাজনীতি করছে বিজেপি। তাই ভোটে জেতার পর হিংসা ছড়াচ্ছে। একের পর এক অপরটি অফিস দখল করছে আর না পারলে পুড়িয়ে দিচ্ছে। আমাদের কর্মীদেরকেও মারধর করছে। এখানেই তাই করেছে। বিজেপির লোকেরাই আগুন লাগিয়ে দিয়েছে। মানুষ সব দেখছে।

অন্যদিকে, তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তাদের দলের কেউই আগুন লাগানোর ঘটনায় যুক্ত নয়। নিজের মধ্যে দ্বন্দে এই কাজ তৃণমূল নিজেরা করে বিজেপিকে দোষারোপ করছে। যদিও এই নিয়ে এখন পুলিশ তদন্তে নেমেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!