এখন পড়ছেন
হোম > রাজ্য > ২ টি চুক্তিভিত্তিক পদের জন্য জমা পড়ল ১১৬২ আবেদন, হুলুস্থুলু শুভেন্দু-গড়ে

২ টি চুক্তিভিত্তিক পদের জন্য জমা পড়ল ১১৬২ আবেদন, হুলুস্থুলু শুভেন্দু-গড়ে


পশ্চিমবঙ্গে সরকারী চাকরির অবস্থা যে বেহাল তা সকলেরই জানা| যেখানে পদের সংখ্যা সীমিত সেখানে আবেদনকারীর সংখ্যা অগনতি| এইরকমই ছবি উঠে এল আবারও| পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দু’টি চুক্তি ভিত্তিক পদের জন্য আবেদন জমা পড়ল ১২১২টি| তথ্য যাচাইয়ের পরও আবেদনকারীর সংখ্যা ১১৬২|

জেলা পরিষদ সূত্রে খবর, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই দু’টি পদে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি নির্দেশিকা বের হয়। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের ক্ষেত্রে যোগ্যতা হতে হবে যেকোনও বিষয়ে স্নাতক। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেই চলবে। সেখানে ইঞ্জিনিয়ারিং, এলএলবি, বি ফার্মা, বিটেক, বিসিও পাশ করা বহু প্রার্থীও আবেদন করছেন। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের ক্ষেত্রে বেতন ২৫ হাজার টাকা আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতন ১৮ হাজার টাকা।

ইঞ্জিনিয়ারিং পাশ করে সামান্য বেতনের এই চাকরির জন্য আবেদন করে বহু মানুষ| এ মাসের ৩০ তারিখ পরীক্ষা হবে বলে ধারণা করা গিয়েছে| জেলা পরিষদের সচিব প্রবীর ঘোষ বলেন, দুটি পদের জন্য বহু উচ্চশিক্ষিতরা আবেদন জানিয়েছে| জেলা পরিষদের সূত্রে খবর অনুযায়ী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে ৩৮৭টি আবেদন জমা পড়েছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে। অন্যদিকে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের ক্ষেত্রেও অনেক এলএলবি, বিই, বিসিএ, বিটেক, বিফার্মা পাশ করা আবেদন জমা পড়েছে|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক বলেন, চাকরির অবস্থা এতটাই খারাপ যে ইঞ্জিনিয়ারিং পাশ করে মাত্র কয়েক হাজার টাকার জন্য সবাই ছুটছে। জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরির মতে, ইঞ্জিনিয়ারিং পড়ে আইটি সেক্টরে এর থেকে কম বেতনে অনেকেই চাকরিতে ঢুকছেন সেক্ষেত্রে বলা চলা তৃণমূল সরকারের আমলে অনেক কর্মসংস্থান হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!