এখন পড়ছেন
হোম > রাজ্য > জমি দালালির টাকায় কেনা গুন্ডাবাহিনীকে ভোটের কাজে লাগাচ্ছে তৃণমূল, প্রাক্তন নেত্রীর তোপ

জমি দালালির টাকায় কেনা গুন্ডাবাহিনীকে ভোটের কাজে লাগাচ্ছে তৃণমূল, প্রাক্তন নেত্রীর তোপ

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্বতি তীব্র করলেন প্রাক্তন নেত্রী শিখা চ্যাটার্জি। তিনি তৃণমূল কংগ্রেসের একদম প্রথম দিলের নেত্রী, কিন্তু সম্প্রতি দলের কাজে অসন্তুষ্ট হয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। তাঁকে ফেরাতে মরিয়া ছিল শাসকদল, কিন্তু মুকুল রায় জল্পনা বাড়িয়ে তখন মন্তব্য করেন শিখাদেবী আর তৃণমূলে তো ফিরবেনই না উল্টে তাঁকে ফেরাতে আসা নেতাই না শেষপর্যন্ত বিজেপিতে যোগ দিয়ে দেন! সেই শিখাদেবীই এবার বিস্ফোরক সব অভিযোগ করে শাসকদলের অস্বস্তি তীব্র করে দিলেন। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। সেখানেই শিখাদেবী বলেন, জমি দালালির টাকা দিয়ে গুন্ডা কিনছে তৃণমূল কংগ্রেস, সেই গুন্ডাবাহিনীকে কাজে লাগানো হচ্ছে পঞ্চায়েত ভোটে। বিরোধীদের প্রতি পদে আটকানো হচ্ছে, দেওয়া হচ্ছে ধমক, এটা কোন গণতন্ত্র?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই না থেমে তিনি আরো অভিযোগ করেন, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে তৃণমূল, শাসকদল ভাবছে আমরা একাই থাকব, কোনও বিরোধী দল থাকবে না। আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে, নিজেদের দলের পতাকা নিজেরাই পুড়িয়ে আমাদের ছেলেদের নামে থানায় এফআইআর করে দিচ্ছে। আমাদের দলীয় পতাকা লাগাতে ও প্রচার করতে দিচ্ছে না, আমাদের কর্মীদের প্রচার করতে না দেওয়ার জন্য ভোটারদের বাড়ি ঘিরে রাখা হচ্ছে। শাসকদল এসব করছে, জমির দালাল ও তোলাবাজির দলে পরিণত হয়েছে তৃণমূল। শাসকদল বলছে আমরা প্রচুর উন্নয়ন করেছি, যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে এই দুরাবস্থা কেন? ওরা জানে, মানুষ তৃণমূলের থেকে সরে গেছে। আগের সেই তৃণমূল এখন আর নেই। মুখ্যমন্ত্রী বলছেন, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব। সত্যিই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতছে। কারণ, অন্য কাউকে তো মনোনয়ন জমা করতে দিচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর থানার তরফে বিক্ষোভকারীদের কাছ থেকে অভিযোগপত্র জমা নেওয়া হয়।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!