এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ‘উন্নয়নে শামিল’ হতে বিরোধীদের জন্য নয়া নিয়ম

তৃণমূলের ‘উন্নয়নে শামিল’ হতে বিরোধীদের জন্য নয়া নিয়ম

দলের সদস্য পদ গ্রহণে ইচ্ছুকদের জন্যে এক অভিনব উপায়ের কথা ভাবলো তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব। জানা গেলো এই উপায় কার্যকরী করতে দলের পক্ষ থেকে এক বয়ান প্রস্তুত করা হয়েছে। দলে যোগদানে ইচ্ছুক বিশেষত  নির্দল ও বিজেপির দল বদলে আগ্রহী সদস্যদের তৃণমূল কংগ্রেস দলের সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে এই বয়ানে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে। বয়ান অনুযাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে শামিল হতে চান এই মর্মে আগ্রহ প্রকাশ করতে হবে দলের সদস্য পদ গ্রহণে ইচ্ছুক মানুষজনকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতীক না পাওয়া বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু নির্বাচন পরবর্তীতে ঐসব জয়ী বা পরাজিত নির্দল প্রার্থীরা যে স্বেচ্ছায় দলে প্রত্যাবর্তনের আর্জি জানাচ্ছেন সে বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ রাখতেই দলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য আগামী আগষ্ট মাসের মাঝামাঝি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগেই বিজয়ী নির্দল যারা দলে ফিরতে ইচ্ছুক তাদের দলে ফিরিয়ে আনার জন্যে এই বয়ান প্রস্তুত করা হয়েছে বলে জানা গেলো। দলের এক জেলা সভাপতি এই প্রসঙ্গে বললেন, ”সাধারণভাবে এ নিয়ে সমস্যা নেই। তবে দলের নির্দিষ্ট করা নিয়ম সকলকে মানতে হবে।” একই ভাবে দলের এক শীর্ষনেতা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন,  ”নির্বাচনে যাঁরা দলের বিরোধিতা করেছেন, তাঁদের মধ্যে তো বিজয়ী বা পরাজিতের ফারাক করা যায় না। কোথাও বিশেষ সমস্যা না হলে এই নিয়ম একই হওয়া উচিত।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!