এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের আক্ষেপ, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের আক্ষেপ, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

লোকসভা ভোটে রাজ্যের বেশিরভাগ জেলায় তৃণমূলের ভরাডুবি হওয়ার পাশাপাশি কোচবিহারেও তৃণমূলের হার অত্যন্ত লক্ষণীয়। যেখানে পরেশ অধিকারীকে তৃণমূল নেত্রী প্রার্থী করে জেতানোর কথা বললেও প্রাক্তন যুব তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা নিশীথ প্রামাণিক এই কোচবিহার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জয়লাভ করেন। আর ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে কোচবিহারের বেশিরভাগ বিধানসভাতেই পিছিয়ে রয়েছে শাসক দল। যার মধ্যে অন্যতম দিনহাটা বিধানসভা।

ইতিমধ্যেই লোকসভার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন পৌরসভার কাউন্সিলর এবং বিভিন্ন বিধানসভার বিধায়করা বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহর ফেসবুক পোস্ট নিয়ে ছড়াল বিভ্রান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, তার ফেসবুক পোস্টে সাধারণ মানুষের এত কাজকর্ম করেও হারতে হয়েছে বলে এইরূপ আক্ষেপ দেখা যায়। যেখানে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটা শহরের গোলমাল আমি থামাতে পারিনি। কলেজে কলেজে অশান্তি, পুকুর নষ্ট, আলো লাগিয়ে অযথা খরচ খুব একটা ভাল হয়নি। কিন্তু ডাক্তারবাবুদের ফ্রিজ, সিজার কেসের প্যাকেট বেঁধে দেওয়া, যানজট কমানোর মত অনেক ভালো কাজ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জনসমর্থন পাওয়া যায়নি। দিনহাটার মানুষ শিক্ষা দিয়েছেন, তার জন্য আমি অনুতপ্ত।”

কিন্তু হঠাৎ কেন এইরুপ ফেসবুক পোস্ট করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ! অনেকে বলছেন, নির্বাচনে জয়-পরাজয় থাকে। কিন্তু তার জন্য অনুতপ্ত হয়ে সাধারণ মানুষের দিকেই পরোক্ষে দোষ ঠেলে দেওয়া সঠিক রাজনৈতিক ব্যক্তিত্বের লক্ষণ নয়।

তবে একাংশের অবশ্য দাবি, এইরূপ পোস্ট করে আদতে দলের বিরুদ্ধেই কথা বলেছেন উদয়ন গুহ। তাহলে কি তিনিও ঘাসফুল শিবির থেকে এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছেন যার আগাম বার্তা দিয়ে রাখলেন, নাকি এহেন পোস্ট করে বিজেপির নজরে পড়তে চাইছেন এই নিয়েই জল্পনা শুরু। ! রাজনৈতিক মহলে এখন এই জল্পনা ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এতদিন দলের বিরুদ্ধে সেইভাবে মুখ খুলতে দেখা যায়নি দিনহাটার তৃণমূল বিধায়ককে।

কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর যেভাবে বিভিন্ন বিধানসভার বিধায়ক এবং পৌরসভার কাউন্সিলররা বিজেপিতে নাম লেখাতে শুরু করেছেন, তাতে দিনহাটার সমস্ত ঘটনা তুলে ধরে ফেসবুক পোস্টে দলের বিরুদ্ধেই কথা বলে দলবদলেরর জল্পনাকেই আরও উস্কে দিলেন ঘাসফুল শিবিরের এই নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!