এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > তৃণমূল কংগ্রেস বিধায়ক-এর কীর্তিতে আপ্লুত জনগণ, করলেন অনেক আশীর্বাদ ও

তৃণমূল কংগ্রেস বিধায়ক-এর কীর্তিতে আপ্লুত জনগণ, করলেন অনেক আশীর্বাদ ও

মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার উদ্দেশ্যেই ভোট চাইতে যান বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। কিন্তু ভোট মেটার পরে কতটা কাজ করেন সে নিয়ে অল্প বিস্তর অভিযোগ চলে আসছেই যুগ যুগ ধরে। বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নামেও অনেক অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধী। কিন্তু এদিন গলসির তৃণমূল কংগ্রেস বিধায়ক অলোক মাঝি এমন একটি কাজ করে মানুষের মন জয় করলেন এবং বুঝিয়ে দিলেন তিনি মানুষের সেবা করার জন্য নেতা হয়েছেন।

জানা গেছে বিধায়ক জরুরি বৈঠকে যোগদান করতে গোলসি থেকে দুর্গাপুর আসছিলেন কিন্তু রাস্তায় হঠাৎ দেখতে পান একটি বাস দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা অপেক্ষা করছেন। তা দেখেই তিনি গাড়ি থেকে নেমে যাত্রীদের কে জিজ্ঞাসা করেন কি হয়েছে? জানতে পারেন বাস খারাপ হয়ে গেছে তাই নিরুপায় হয়ে অন্য একটি বাসের জন্য তারা অপেক্ষা করছেন। এর পরেই তিনি তড়িঘড়ি ফোন করেন দুর্গাপুর বাস ডিপোতে এবং সেখান থেকে একটি বাস পাঠাতে বলেন আর এরপরে দুর্গাপুর থেকে বাস আছে ও সেই বাসে করে অপেক্ষামান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যাবস্থা করে দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু এত কাজের মাঝে তিনি বৈঠকে যেতে পারেনি কিন্তু না যেতে পারার কারণ তিনি ফোনে জানিয়ে দেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতিকে। কিন্তু এই নিয়ে কোনো ক্ষোভ নেই আলোক বাবুর কেননা তাঁর মতে দল তো মানুষকে নিয়েই। আর তাঁর মতে তাঁরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। তাই বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো তাঁদের কাজ। তাই পাশে দাঁড়িয়েছেন। বিনম্রভাবে জানালেন যে, “এর থেকে বেশি তো কিছু করিনি। বৈঠক নয় মানুষের পাশে দাঁড়ানো টাই আমার কাছে আগে। ” অন্যদিকে যাত্রীরাও তাঁকে অনেক ধন্যবাদ জানালেন এবং কয়েকজন আশির্বাদও করলেন। সাথেই দাবি করলেন আপনি এরকমই থাকবেন। নিয়মের পরিবর্তনে’ দয়া করে বদলাবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!