এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলের মনোনয়নে বাধা অভিযোগ ওড়াতে ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূলের

শাসকদলের মনোনয়নে বাধা অভিযোগ ওড়াতে ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূলের


শাসকদলের ‘সন্ত্রাসের’ জেরে রাজ্যের বহু আসনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী দিতে পারে নি বিরোধীরা বলে অভিযোগ। আর তাই নিয়ে অভিযোগ গড়ায় নির্বাচন কমিশন হয়ে একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষে আদালতের হস্তক্ষেপে নির্বাচন কমিশনের অনুমতিতে মনোনয়নের জন্য অতিরিক্ত একদিনের দরজা খোলে বিরোধীদের জন্য, কিন্তু সেখানেও আবার শাসকদলের লাগামহীন সন্ত্রাসের ফলে মনোনয়ন দেওয়া যায় নি বলে বিরোধীদের পুনরায় অভিযোগ। এই প্রসঙ্গে, বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায় সংবাদমাধ্যমকে জানান, গতকাল বীরভূম বিজেপি মনোনয়ন পেশ করতে পেরেছেন শুধুমাত্র রাজনগরের দুটি পঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতির আসনে, এছাড়া কোনও আসনে তাঁরা মনোনয়ন দাখিলের সুযোগ পাননি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার রামপুরহাট, বোলপুর সহ একাধিক জায়গায় বিজেপির নামে মনোনয়ন পেশ করা হয়েছে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে এই সংখ্যাটা বীরভূম জেলায় প্রায় ৩৮ এর মতো। এখন প্রশ্ন হচ্ছে – বিজেপি যদি মনোনয়ন জমা না দিয়ে থাকে তাহলে কথা থেকে এল এই সব ‘ভুতুড়ে’ মনোনয়ন? এই প্রসঙ্গে বিজেপির বীরভূম জেলা নেতৃত্ত্বের দাবি, তৃণমূল রাজ্য নির্বাচন কমিশনকে দেখাতে চায় মনোনয়ন জমা করতে পেরেছে বিরোধীরা। এরপর যখন তা পরীক্ষা করা হবে, তা বাতিল হবে। সেই সময় তৃণমূল বলবে পরীক্ষার সময় মনোনয়ন বাতিল হয়েছে। রাস্তায় দাঁড়ানো উন্নয়নের কারণে বিজেপি-সহ জেলার বিরোধীপক্ষ বেশিরভাগ আসনেই একরকম মনোনয়ন জমা করতে পারেনি। এবার তা ঢাকতে জালিয়াতির আশ্রয় নিচ্ছে তৃণমূল। রাস্তায় দাঁড়ানো উন্নয়ন-কে দিয়েই মনোনয়ন দাখিল করানো হচ্ছে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে দীর্ঘদিন বাংলার রাজনীতি নিয়ে কাজ করা এক রাজনৈতিক বিশেষজ্ঞের পর্যবেক্ষণ, শাসকদল মনোনয়নে জমা দিতে বাধা দিয়েছে, এই অভিযোগ ওড়াতে এটা কিন্তু ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূল কংগ্রেসের, আদালতে মামলা গড়ালে এই তথ্য দেখিয়ে বেশ বেকায়দায় ফেলতে পারে বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!