এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ৭ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ৭ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?


বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৭ই জুন, ১৫৩৯ – শের শাহ চৌসাতে বক্সারের কাছে হুমায়ূনকে পরাজিত করেন এবং দিল্লির সম্রাট হন।
৭ই জুন, ১৬০৬ -গুরু অর্জুনদেভ, শিখদের পঞ্চম গুরু, মারা গেছেন।
৭ই জুন, ১৬৩১ -ভারতের সম্রাট শাহজাহানের স্ত্রী বেগম মুমতাজ মহল বুড়োহনপুরে একটি কন্যা সন্তানের জন্মের কয়েক ঘন্টা পর মারা যান। ১৬১২ সালে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁর স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মিত হয়।
৭ই জুন, ১৯৫৫ -ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইউএসএসআর পরিদর্শন করেছিলেন।
৭ই জুন, ১৯৬৫ -আশুতোষ কালী, মহান বিপ্লবী, প্রয়াত হন।

৭ই জুন, ১৯৭৪ – টেনিস তারকা মহেশ ভূপতির জন্ম – তাঁর ঝুলিতে 1997 সালের ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস, 1999 সালের ফ্রেঞ্চ ওপেন ডাবলস, 1999 সালের উইম্বলডন সহ একাধিক খেতাব আছে।
৭ই জুন, ১৯৭৮ -ভাস্কর -1, পৃথিবীর সম্পদ / আবহাওয়া রিমোট সেন্সিং এবং ভারতের দ্বিতীয় উপগ্রহের জন্য প্রথম পরীক্ষামূলক উপগ্রহ চালু। এই উপগ্রহ টিভি এবং মাইক্রোওয়েভ ক্যামেরা বাহিত। এটি রুশ প্রবর্তন গাড়ির ‘আন্তকোসমস’ দ্বারা চালু করা হয়েছিল।
৭ই জুন, ১৯৮৪ -ভারতীয় সেনা বাহিনী শিখ সহিংসতা ছিন্ন করার জন্য পাঞ্জাব পাঠিয়েছিল, শিষ্যদের পবিত্রতম অমৃতসরের গোল্ডেন টেম্পল আক্রমণ করেছিল। জারাইন সিং ভিন্দ্ররওয়াল্ল সহ এই হামলায় 400 জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
৭ই জুন, ১৯৮৯ -শিটাল পান্ডা 5 বছর বয়সে বিশ্ব রেকর্ড গড়েন।
৭ই জুন, ১৯৯৩ – সাইবাবার উপর প্রাণঘাতী হামলা, চার হামলাকারী ও দুই দেহরক্ষী নিহত।

৭ই জুন, ১৯৯৬ – ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রেন লিডার সঞ্জয় থাপর প্যারাসুট থেকে লাফিয়ে প্রথম ভারতীয় হিসাবে নর্থ পোলে জাতীয় পতাকা উত্তোলন করেন।
৭ই জুন, ১৯৯৭-তানজাভুর বিগ টেম্পলে ‘ইয়গশশালে’ আগুনে অন্তত 37 জন নিহত হন।
৭ই জুন, ১৯৯৭ – জাপানের রিকা হিরাকির সঙ্গে জুটি বেঁধে মহেশ ভূপতি প্রথম গ্র্যান্ড স্ল্যাম (মিক্সড ডাবলস) শিরোপা জেতেন।
৭ই জুন, ১৯৯৮ – সবমিলিয়ে মোট 44 বিলিয়ন ডলারের নিয়ে ভারত বিশ্বব্যাংকের একক বৃহত্তম ঋণ গ্রহীতা হয়।
৭ই জুন, ১৯৯৯ -একটি অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট 19 জুলাই, 1999 পর্যন্ত রাজীব গান্ধীর হত্যার মামলায় চার অভিযুক্তর মৃত্যুদণ্ড স্থগিত রাখেন।
৭ই জুন, ২০০০ – কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী রামবিলাস পাসওয়ান সকল টেলিকম কর্মীদের জন্য বিনামূল্যে ফোনের সুবিধা অনুমোদন করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!