এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল তৃণমূল কংগ্রেস

রাজ্যে পঞ্চায়েত পরিস্থিতি নিয়ে অচলাবস্থা আরো দীর্ঘায়িত হতে চলেছে। গতকালই আমরা জানিয়েছিলাম হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ নিয়ে যে রায় তা খুশি করতে পারে নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে এবং সূত্রের খবর অনুযায়ী শাসকদল ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারে। আর বাস্তবে তাই হল, আজ পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার স্থগিতাদেশ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, বিরোধীদের করা অভিযোগের ভিত্তিতে গতকালই কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার চার দফা প্রশ্নমালা সাজিয়ে দেন কমিশনের সামনে। সেই প্রশ্নের সদুত্তর না পেয়ে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত রকম কার্যকলাপের উপর স্থগিতাদেশ জারি করেন তিনি, সাথে নির্দেশ দেন তাঁর করা চার প্রশ্নের যথাযথ উত্তর তথ্য সহকারে আদালতকে জানাতে। স্বভাবতই এই রায়ে বিরোধীদের মধ্যে যেমন উল্লাস লক্ষ্য করা যায়, অন্যদিকে রাজ্য সরকার তথা শাসকদল মোটেই খুশি হয় নি। আর তখনই জল্পনা ছড়িয়ে পরে যে এবার এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে তৃণমূল কংগ্রেস, আর আজ সেই জল্পনাকে মান্যতা দিল রাজ্যের শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!