এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে যোগীতে বিরক্ত বিজেপি, তলব পড়ল দিল্লিতে

উত্তরপ্রদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে যোগীতে বিরক্ত বিজেপি, তলব পড়ল দিল্লিতে

উন্নাও এ ধর্ষণকান্তে অগ্নিগর্ভ উওরপ্রদেশ এর রাজনৈতিক মহল।চরম বিরোধে উঠেছে মোদী-যোগী সম্পর্ক।গণধর্ষণের অভিযোগ উঠেছে উওরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তার সঙ্গীসাথীর দের উপর।লখনউ উথালপাথাল দুটো ঘটনায়।১. ধর্ষিতার আত্মহনন এর চেষ্টা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে।২. ধর্ষিতার বাবার রহস্যজনক মৃত্যু।এই বিপর্যয়ের ঢেউ গিয়ে পৌছেচে দিল্লীতেও।উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন ক্ষুব্ধ মোদীজি।তাদের টালমাটাল সম্পর্কে ভাঙ্গনের চীর স্পষ্টতা নিতে আর বাকি রইল না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরই ভিতর অমিত শাহ লখনউতে গিয়ে যোগীজির সাথে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবেন।উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মোদীজি মোটেই যোগীজিকে পছন্দ করতেন না তার প্রিয় প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূমিহার নেতা মনোজ সিনহা।পরিস্থিতির চাপের কথা মাথায় রেখে তাকে মন্ত্রী পদে মেনে নেন মোদীজি।সেই মন্ত্রীপদে এসে উন্নাও এর গনধর্ষণকান্ড চরমভাবে নাড়িয়ে দিলো যোগীজিকে।প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন ধর্ষণঘটনা তদন্তের।সেই কথাই মোদীজির প্রিন্সিপাল সেক্রেটারি উওরপ্রদেশ ক্যাডারের আইএএস আফিসার নৃপেন্দ্র মিশ্র যোগীজিকে জানিয়ে দেন।সেইমতো তদন্তকারীর দল তদন্ত শুরুও করেছে তবে অভিযুক্ত বিজেপি বিধায়কদল পদ থেকে ইস্তফা দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।এই সমস্যার পাশাপাশি যোগীজিকে সামলাতে হচ্ছে বিরোধী এর প্রতিবাদ,মাথা চাড়া দিয়ে ওঠা দলিতদের,এছাড়া অখিলেশ-মায়াবতী একতা,তার নিজের কেন্দ্র এ সহ উপনির্বাচনের হার,এছাড়াও তার নিজের প্রচারে প্রচুর অর্থ ব্যয় তো রয়েইছে।উওরপ্রদেশের বাইরেও তিনি এখন হিন্দুত্ববাদের নতুন এক আইকন।কাজেই তার কাঁধে অনেক দায়িত্ব।এরই মাঝে দিল্লির সঙ্গে তার সম্পকের ভাঁটা যার জন্যে একমাত্র দায়ী রাজ্যের প্রতিকূল হাওয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!