এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোট বয়কটের সিদ্ধান্তে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিলো প্রার্থীরা

ভোট বয়কটের সিদ্ধান্তে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিলো প্রার্থীরা

ভোট বয়কটের সিদ্ধান্তে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিলো সব দলের প্রার্থীরা। পঞ্চায়েত ভোটের ঘোষণার অনেক আগে থেকেই বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমাধব, কুতুবপুর ও চিংরাগ্রামের মানুষ প্রায় ৭০০ ভোটার, সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা এবার পঞ্চায়েত ভোট বয়কট করবেন। কারণ তাদের অভিযোগ ছিল যে তাদের গ্রামের যে প্রধান রাস্তা আছে বাইরে যাবার তা মাটির, কিছুটা ইটের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাস্তার মাঝে হাঁটুসমান গর্ত হয়ে আছে। বর্ষার সময়ে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান জল জমে যায় রাস্তায়। যাতায়াত করা যায় না কোনোভাবেই। আর এই অসুবিধার কথা বার বার জানিয়েও কোনো লাভ হয়নি ফলে ভোট তাঁরা দেবেন না। তৃণমূল, বাম এবং বিজেপি প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রথমে জমা দিলেও পরে তাঁরা গ্রামবাসীদের সিদ্ধান্তকে সমর্থন করে তাঁদের পশে দাঁড়িয়েছেন এবং মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই নিয়ে স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছে শাসকদল। এই নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার জানান, “এলাকার মানুষের দাবি পূরণে ব্যর্থ ক্ষমতাসীন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এলাকার উন্নয়নে গ্রামবাসীদের দাবি ন্যয়সঙ্গত। তাঁদের দাবির সমর্থনে প্রার্থী প্রত্যাহার করেছে দল।” আরএসপি-র জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন স্থানীয় মানুষের দাবি সমর্থন করেই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব খাঁ জানান যে এলাকার আবেগের কারণে অন্যদের মতো আমাদের প্রাথীও মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে আগামী দিনে এই নিয়ে কি পরিকল্পনা করছে শাসকদল তা তিনি জানান নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!