এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল ছেড়ে এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন বাইচুং ভুটিয়া?

তৃণমূল ছেড়ে এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন বাইচুং ভুটিয়া?


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া আজ সকালেই নিজের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে জানিয়ে দিয়েছেন আজ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর আর কোনো সংস্রব রইল না। আর এই ঘটনার পরেই তাঁর তুমুল জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা শুরু হয়েছে, বাইচুংয়ের ট্যুইট প্রকাশ্যে আসতেই, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানান, ফুটবল আইকন ও প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়ার পদত্যাগ করার সিদ্ধান্ত স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভূত সম্মান করলেও, তিনি এই মুহূর্তে দলে মানিয়ে নিতে পারছিলেন না। বাইচুং ফুটবল ও সিকিমের সার্বিক উন্নয়নের চিন্তাভাবনা প্রকাশ করেছেন। বাইচুংয়ের ভবিষ্যত সাফল্য কামনা করি। আর কিরণ রিজিজুর এই ট্যুইটটি লাইক করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ বিজয় গোয়েল। ফলে জল্পনা প্রবল হয়েছে যে তাহলে কি বাইচুং ভুটিয়া বিজেপিতে যোগদান করতে চলেছেন।

কিন্তু সূত্রের খবর, এনডিএ জোটে থাকলেও সরাসরি বিজেপিতে যোগদান করছেন না বাইচুং ভুটিয়া। তিনি সিকিমের শাসক দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দিতে পারেন। বিষয়টি নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, সিকিম থেকেই এনডিএর প্রার্থী হতে পারেন অথবা তাঁকে রাজ্যসভার প্রার্থীও করা হতে পারে। তবে এই নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো বাইচুং ভুটিয়ার কাছ থেকে পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!