এখন পড়ছেন
হোম > খেলা > ক্রিকেটের বিশ্বযুদ্ধ – ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে

ক্রিকেটের বিশ্বযুদ্ধ – ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে


গতকাল বিশ্বকাপের খেলায় চেস্টারলি স্ট্রিটে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যে দল জিতবে সেমিফাইনালের টিকিট তাদেরই কনফার্ম হয়ে যাবে বলে, এই ম্যাচকে কার্যত ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’ বলা হচ্ছিল। গতকাল ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত ম্যাচের পর এদিন পুনরায় সেঞ্চুরি করেন ওপেনার জনি ব্যারিস্টো (১০৬), তাঁকে যোগ্য সংগত করেন জ্যাসন রয় (৬০) ও ইয়ন মর্গ্যান (৪২)। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে নিউজিল্যান্ড। থমাস লাথাম (৫৭) ছাড়া কেউই ইংরেজ বোলারদের দাপটের সামনে দাঁড়াতে পারে নি। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন মার্ক উড। নিউজিল্যান্ড ৪৫ ওভারেই ১৮৬ রানে অল আউট হয়ে যায়। ১১৯ রানে ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও ভারতের পরে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে চলে যায় ইংল্যান্ড। এখন চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে যাবার লড়াই পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। গতকালের এই ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!