শ্বেতা খান ওরফে ফুলটুসির বিরুদ্ধে প্রাক্তন স্বামীর বিস্ফোরক অভিযোগ, বাড়ছে বিতর্ক
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পানিহাটির যুবতী নির্যাতনের ঘটনায় শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ানের নাম সামনে আসার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। অভিযোগ, মা-ছেলে মিলে একটি সফট পর্ন র্যাকেট চালাতেন এবং বর্তমানে তাঁরা পলাতক। হাওড়া সিটি পুলিশ তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই আবহেই, শ্বেতার অতীত ও তাঁর ‘কীর্তি’ ঘিরে নতুন তথ্য সামনে আনলেন…
