রামজন্মভূমিতে বিরাট-অনুষ্কা! অবসরজীবনে আধ্যাত্মিকতাকে বেছে নিয়ে এবার পবনপুত্রের চরণে
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সময় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছিলেন বিদেশ সফরের ভক্ত। তাঁদের বিদেশ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত, নিত শিরোনামে জায়গা। কিন্তু সময়ের সঙ্গে যেন বদলে গেছে এই জনপ্রিয় জুটির জীবনদর্শন। বর্তমানে তাঁরা বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। বিদেশ নয়, এখন তাঁদের সময় কাটে মন্দিরে, সাধুসঙ্গ ও আচার-অনুষ্ঠানে। সংসার-জীবনের মোহ…
