যেমন ঝাঁড় তেমন বাঁশ! অনুব্রতর মতই এবার মহিলাদের অসম্মান স্বয়ং মমতার? ফেঁসে গেল তৃণমূল!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধীরা বলেন, এই রাজ্যে যেমন ঝাড়, তেমন বাঁশ। যেমন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই তার দলের নেতারা। বর্তমানে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। যেভাবে একজন পুলিশকর্তাকে হুমকি দেওয়া থেকে শুরু করে তার মা, বউকে অশ্লীল গালিগালাজ করেছেন বীরভূমের এই তৃণমূল নেতা, তাতে লজ্জায় মুখ ঢাকছে গোটা রাজ্য। তবে শুধু…
