এরপরেও নাকি থানায় যেতে ভাববেন! দিনের শেষে নাটক শুরু অনুব্রতর!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শনিবারে সকলেই তাকিয়েছিলেন যে, অনুব্রত মণ্ডল থানায় হাজিরা দেন কিনা। যে কদর্য ভাষায় তিনি এক পুলিশ কর্তাকে আক্রমণ করেছেন, তারপর তাকে কেন ছাড় দেওয়া হচ্ছে, কেন তাকে থানায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে, কেন তাকে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে না, সেই প্রশ্ন ছিল বিরোধীদের। কিন্তু তারপরও অনুব্রত মণ্ডল থানায় যাননি।…
