তৃনমূলের সাড়ে সর্বনাশ, এই খবর পেয়েই লজ্জায় মাথা হেঁট হয়ে গেল মমতার! তছনছ ঘাসফুল!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যজুড়ে তৃণমূলের সাজানো বাগান। আর সেই সাজানো বাগানে এবার ঘটে গেল বিপর্যয়। সমস্ত জায়গায় গায়ের জোরে কারচুপি করে তৃণমূল কংগ্রেস বিভিন্ন নির্বাচনে জেতে বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু এবার বহু চেষ্টা করেও পূর্ব মেদিনীপুরের এক সমবায়ে জিততে পারল না তৃণমূল কংগ্রেস। বিজেপির কাছে পরাজিত হতে হলো তাদের। আর এই খবর সামনে আসার…
