সাহসের বলিহারি! অনুব্রতর পর এবার একি কাণ্ড করে বসলেন তৃণমূল বিধায়ক? লজ্জায় মাথা হেঁট!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একেই তো অনুব্রত মণ্ডলের কুকীর্তিতে জেরবার তৃণমূল কংগ্রেস। কোনোভাবেই সেই অস্বস্তি ঢাকা দেওয়া যাচ্ছে না। আর তার মধ্যেই এবার আর এক তৃণমূল বিধায়ক যে কান্ড ঘটিয়ে বসলেন, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে গোটা তৃণমূল পরিবারের। এরপরেও কি করে তৃণমূল মানুষের সামনে মুখ দেখাবে? কি করে তারা বড় বড় কথা বলবে? আর…
