সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া ‘কৃষ্ণ রহস্যের’ সন্ধানে মোদী সরকার! ইতিহাসের সঙ্গে পুরানের মিলনে ঐতিহাসিক স্টেপ
প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরাণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা একসময় সমুদ্র গ্রাস করে নিয়েছিল। সেই রহস্যময় দেবভূমির সন্ধানেই আবারও জলের তলায় নামতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ (ASI)। গুজরাট উপকূলের কাছাকাছি আরব সাগরের নিচে এবার শুরু হবে দ্বারকা অনুসন্ধানের তৃতীয় পর্যায়। যদিও এখনও দিনক্ষণ নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি, তবে ASI সূত্রে জানা গিয়েছে, চলতি…
