অনুব্রতর জন্য আরও বড় ধাক্কা, এবার কি করবেন মমতা? জেরবার হয়ে যাচ্ছে তৃণমূল!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষায় একজন পুলিশকর্তাকে আক্রমণ করেছেন, তার মা-বউ তুলে গালিগালাজ করেছেন, তারপর বিরোধীরা বলছেন যে, এটা শুধু অনুব্রত মণ্ডলের ভাষা নয়, এটা গোটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ভাষা। তারা এই ভাষাতেই পুলিশের সঙ্গে কথা বলেন। কিন্তু এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হননি। তবে তৃণমূলে এখনও কিছু মেরুদন্ড যুক্ত মানুষ…
