সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া ‘কৃষ্ণ রহস্যের’ সন্ধানে মোদী সরকার! ইতিহাসের সঙ্গে পুরানের মিলনে ঐতিহাসিক স্টেপ

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরাণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা একসময় সমুদ্র গ্রাস করে নিয়েছিল। সেই রহস্যময় দেবভূমির সন্ধানেই আবারও জলের তলায় নামতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ (ASI)। গুজরাট উপকূলের কাছাকাছি আরব সাগরের নিচে এবার শুরু হবে দ্বারকা অনুসন্ধানের তৃতীয় পর্যায়

যদিও এখনও দিনক্ষণ নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি, তবে ASI সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শীতকালেই অভিযান শুরু হবে। কারণ, অক্টোবর থেকে নভেম্বর মাসে সমুদ্র তুলনামূলক শান্ত থাকে, তখনই জলের তলায় অনুসন্ধান চালানো সবচেয়ে নিরাপদ। ASI-র ‘আন্ডারওয়াটার আর্কিওলজি’ বিভাগের প্রধান অলোক ত্রিপাঠী জানিয়েছেন, “গরমকালে সমুদ্র উত্তাল থাকে, তাই কাজ করা যায় না। শীতকাল উপযুক্ত সময়, তখন জরিপ বা অনুসন্ধান সহজ হয়।”

গত বছর এই দ্বারকার স্মৃতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুবা ডাইভিং করে সাগরের তলায় নেমেছিলেন। গেরুয়া পোশাক পরে, হাতে ময়ূরের পালক নিয়ে তিনি কৃষ্ণভক্তির প্রকাশ ঘটান। সমুদ্রতলে পৌঁছে পুজো দিয়ে সেই পালকগুলি শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন।

এই তৃতীয় দফার অনুসন্ধানে দ্বারকা নগরীর ঐতিহাসিক প্রমাণ মেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকরা। যদি সত্যিই কৃষ্ণের শহরের নিদর্শন পাওয়া যায়, তবে তা হবে ভারতীয় ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার।

error

আপনি যদি রাষ্ট্রবাদী হন ও সঠিক খবরের সন্ধানে থাকেন, তাহলে আমাদের খবর আরও বেশি করে শেয়ার করুন