দিল্লি পুলিশের মাস্টারস্ট্রোক, ভয়ঙ্কর অ্যাকশন বাংলায়! দিশেহারা মমতা প্রশাসন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ বাংলাদেশীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে বিরোধীরা। আর এবার বিরোধীদের সেই অভিযোগকে সত্যি করে দিল্লি জুড়ে ১২১ জন বাংলাদেশী নাগরিককে যখন আটক করা হয়েছে, ঠিক তখনই তাদের মধ্যে থেকে অনেকের পশ্চিমবঙ্গে যোগ রয়েছে বলে মারাত্মক খবর সামনে এলো। আর সেই ঘটনার তদন্ত করতেই এবার বাংলায় দল পাঠানো হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন ডিসিপি উত্তর দিল্লি নিধিন বলসান।

সূত্রের খবর, অনুপ্রবেশ আটকাতে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আর সেখানেই উত্তর দিল্লি থেকে প্রায় ১২১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আর তাদেরকে আটক করার পরেই সেখান থেকে উঠে আসে বড় তথ্য। অভিযোগ, এদের মধ্যে অনেকেরই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা যোগ রয়েছে। তাই এতদিন বিরোধীরা বাংলায় বাংলাদেশীতে ভর্তি হয়ে গিয়েছে বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ তুলতেন, এবার দিল্লি থেকে ১২১ জন বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হওয়ার পর তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে যোগের বিষয়টি সামনে আসতেই বিরোধীদের সেই অভিযোগে শীলমোহর পড়ছে বলেই মনে করছেন একাংশ।

এদিন এই বিষয়ে ডিসিপি উত্তর দিল্লি নিধিন বলসান বলেন, “অনেকেরই ইতিমধ্যে যাচাই করা হয়েছে। গত সপ্তাহে আমরা ১২১ জনকে আটক করেছি। যাচাই বাছাইয়ের পর তাদের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র পরীক্ষা করার পর তাদের অবৈধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানোর আদেশ জারি করা হয়েছে। বাকি ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে। আটককৃতদের মধ্যে অনেকেরই পশ্চিমবঙ্গে যোগসূত্র থাকায় আমরা সেখানে দল পাঠিয়েছি।”

বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি পুলিশের এই পদক্ষেপ এবং সেখান থেকে বাংলায় একটি টিম পাঠানো নিঃসন্দেহে মমতা প্রশাসনের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। অন্য রাজ্য ধরে ফেলছে যে, পশ্চিমবঙ্গের সঙ্গে অবৈধ বাংলাদেশিদের যোগ রয়েছে। কিন্তু বাংলার প্রশাসন কেন তার আগে ধরে তাদেরকে কড়া শাস্তি দিতে পারছে না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কাছে।

error

আপনি যদি রাষ্ট্রবাদী হন ও সঠিক খবরের সন্ধানে থাকেন, তাহলে আমাদের খবর আরও বেশি করে শেয়ার করুন