মোদী বা বিজেপি নয়, তৃণমূল বধের অস্ত্র রয়েছে অন্যখানে! এবার সত্যিই বাইবাই মমতা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হলেও, তারা ঠিকমতো দাগ কাটতে পারছে না। অনেক সময় রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই কথা বলা হয়। অনেকে আবার এটাও বলেন যে, বিজেপির একদম কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের কোথাও একটা সেটিং রয়েছে। সেজন্য এই রাজ্যে সঠিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হয় না। আর এখানেই সকলের মধ্যে প্রশ্ন, রাজ্যে যে অব্যবস্থা চলছে, তাতে কি তৃণমূল সরবে না? বিজেপি ছাড়া বিকল্প কে আছে, যারা তৃণমূলকে সরাতে পারে? আর জনতার মনের মধ্যে চলা এই প্রশ্ন নিয়ে চর্চার মধ্যেই এবার তৃণমূল বধের চার অস্ত্র সামনে চলে এলো।

প্রসঙ্গত, এদিন উত্তরবঙ্গ যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আপনারা তো আসল ইস্যু ধরছেন না। উচ্চমাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া বন্ধ আছে ওবিসির জন্য। ডিএ, ওবিসি, ২৬ হাজার, আসছে প্রাথমিক। এটাতেই পিসি…..” আর শুভেন্দুবাবুর এই মন্তব্যকে হাতিয়ার করেই বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি কি রাজনৈতিক স্ট্যান্ড নেবে তৃণমূলকে সরাতে, সেটার ওপর আর কেউ ভরসা রাখতে চাইছে না। শুভেন্দু অধিকারী চাইছেন, অবিলম্বে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে।

কারণ এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি খুব ভালো মতোই উপলব্ধি করেছেন, ২৬ এ যদি এই সরকারকে ক্ষমতা থেকে না সরানো যায়, তাহলে তৃণমূল বিরোধী নেতা-নেত্রীদের কপালে তো বটেই, গোটা রাজ্যের মানুষের কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে।‌ সেক্ষেত্রে যে সমস্ত মামলা আদালতের দরজা রয়েছে, তার মধ্যে প্রধান চারটি মামলার কথা উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা বুঝিয়ে দিলেনহ, এই মামলাগুলোর নিষ্পত্তিই তৃণমূল বধের এবং পিসিকে বাই বাই করার জন্য যথেষ্ট। ফলে আদালতই যে রাজ্যের মানুষকে সুবিচার দেবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা।

error

আপনি যদি রাষ্ট্রবাদী হন ও সঠিক খবরের সন্ধানে থাকেন, তাহলে আমাদের খবর আরও বেশি করে শেয়ার করুন