২৬ হাজার চাকরি হারাদের নিয়েও মমতার বহিরাগত তত্ত্ব! ২৬-এর আগেই কি দিদিমনি টেনশনে?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ মারাত্মক আকার ধারণ করে। আর এই পরিস্থিতিতে সকলেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “চাকরিহারাদের কয়েকজন উস্কানি দিচ্ছেন। রাজ্য সরকারের ওপর ভরসা রাখা উচিত ছিল। আন্দোলনে বাইরের লোক বেশি আছে। আমি আন্দোলনের বিপক্ষে নই, তবে কোথাও একটা লক্ষণরেখা থাকা দরকার। রাস্তা আটকে আন্দোলন ঠিক নয়। আদালতের নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার।”

error

আপনি যদি রাষ্ট্রবাদী হন ও সঠিক খবরের সন্ধানে থাকেন, তাহলে আমাদের খবর আরও বেশি করে শেয়ার করুন