অনুব্রত কান্ডে এবার চরম বিপাকে রাজীব কুমার? বেকায়দায় পড়ে গেল নবান্ন!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের পুলিশ নাকি নিরপেক্ষ। এই রাজ্যের পুলিশ নাকি যেখানেই অপরাধ হয়, সেখানেই পদক্ষেপ নেয়। কিন্তু তৃণমূলের সবেধর নীলমনি বলে পরিচিত অনুব্রত মণ্ডল সেই পুলিশের এক কর্তাকেই কদর্য ভাষায় হুমকি, গালিগালাজ করার পরেও এখনও বাড়িতে বসে রয়েছেন। তাকে গ্রেফতার করার মত সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের, রাজীব কুমারের পুলিশের এখনও পর্যন্ত হয়নি। অথচ…
