অপেক্ষার অবসান, অবশেষে বাংলায় খেলা শুরু এনআইয়ের! বড় মাথা জালে পড়তেই তটস্থ অপরাধীরা!
প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের একটা অংশের মানুষের অভিযোগ যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন ঘটনায় তদন্ত করলেও, এই রাজ্যের ক্ষেত্রে কোথাও যেন একটু নীরবতা পালন করে। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের সেটিং রয়েছে বলে যে সমস্ত তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে, সেই সমস্ত তদন্তের সঠিক ফয়সালা হয় না এবং অপরাধীরা সাজা পায় না বলে অভিযোগ…
